ধূপগুড়ি শহরে অজানা জন্তুর উপস্থিতিতে চিতাবাঘের আতঙ্ক।ধূপগুড়ি শহরের ৭ নং ওয়ার্ড ক্ষুদিরাম পল্লী এলাকার ঘটনা।জানা যায় এদিন রাতে ওই এলাকার এক মহিলা প্রথম ঐ জন্তুটিকে বাড়ির পাশে দেখতে পান।তৎক্ষনাৎ বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন।প্রাথমিক ভাবে অনুমান চিতাবাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিষ রায় সহ বনকর্মীরা। ক্ষুদিরাম পল্লী এলাকায় বিভিন্ন ঝোপঝাড় এবং পুকুরের ধারে তল্লাশি চালানো হয়। এমনকি পার্শ্ববর্তী রেজিস্ট্রি অফিস পাড়াতেও তল্লাশি চালায় বন কর্মীরা । তল্লাশি চালানোর পাশাপাশি পায়ের ছাপ খুঁজে পরীক্ষা করে দেখেন বন কর্মীরা। বন কর্মীদের দাবি, চিতা বাঘের কোনো অস্তিত্ব মেলেনি।বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে চিতাবাঘের কোনো হদিশ মেলেনি।বনদফতরের পক্ষ থেকে এদিন রেঞ্জার এলাকাবাসীকে সচেতন করে জানান,চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করা গেলে বা কোনো সন্দেহ হলে তৎক্ষনাৎ বনকর্মীদের ফোন করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − sixteen =