নির্মীয়মান জেলা পরিষদের সুরেশ দে স্মৃতি মার্কেটের কাজ পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ তেজস্বী রানা। শনিবার আচমকাই তিনি ধূপগুড়ি শহরে আসেন।ধূপগুড়ি শহরের সুরেশ দে স্মৃতি মার্কেটের নির্মীয়মান দ্বিতল পরিদর্শন করেন।কাজের গতি এবং কাজে খামতি খতিয়ে দেখেন।সঙ্গে থাকা জেলাপরিষদের আধিকারিকদের বিভিন্ন কাজের দ্রুততার নির্দেশ দেন। অতিরিক্ত জেলাশাসককে কাছে পেয়ে মার্কেটের ব্যবসায়ীদের তরফে অর্ধসমাপ্ত দোকান ঘর এবং বাজারের চালহাটির শেডের ব্যবস্থা সহ অভাব অভিযোগের বিষয় তুলে ধরেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, কাজ অর্ধ সমাপ্ত থাকায় নিচ তলার ব্যবসায়ীরা দোকান ঘর পেয়ে থাকলেও উপরতলার ব্যবসায়ীরা এখনো পর্যন্ত ঘর পায়নি ।এর ফলে ব্যবসায়ীরা চরম অসুবিধার মধ্যে রয়েছেন। পরিদর্শন শেষে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ জানান,কাজের গতি এবং ঘাটতি খতিয়ে দেখা হল।অতিসত্ত্বর এই ভবনের কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে।