ধূপগুড়ির লোকালয়ে হাতি তান্ডব অব্যাহত।

ধূপগুড়ির লোকালয়ে হাতি তান্ডব অব্যাহত।

ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোরা-২নং গ্রাম পঞ্চায়েতের দেওমালী এলাকায় হাতির তান্ডপের ভাঙলো তিনটি বাড়ি। রবিবার ভোর নাগাদ হঠাৎ জোরে আওয়াজ, জানালা দিয়ে উঁকি মারতেই বাড়ির মালিকের চক্ষু চরকগাছ।দুয়ারে হাজির এক মস্ত দাঁতাল হাতি। চার সন্তান কে নিয়ে প্রাণে বাঁচলেন সস্ত্রীক মোজাফফর মিঞা। পাশাপাশি আরও দুটি বাড়ির শোয়ার ঘরের বেড়া ভেঙে দিয়ে মজুত ধান,চাল সাবার করে দেয় দাঁতাল হাতিটি।এর পর এলাকাবাসীর চিৎকারে নদী পার হয়ে জঙ্গলে ফিরে যাওয়ায় হাতিটি।
নিত্যদিন হাতির উৎপাতে অতিষ্ঠ হয়ে বনদপ্তর এর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন অনেকেই তাদের দাবি অভিযোগ বনের ভেতরে এখন খাবারের সংকট রয়েছে যার ফলে জঙ্গল থেকে প্রায় প্রতিদিনই লোকালয়ে বেরিয়ে আসছে হাতির দল।
ঘটনার খবর পেয়ে সকাল ১০টা নাগাদ ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি পরিদর্শনে গিয়ে এলাকা বাসির সাথে কথা বলেন সোনাখালী বিটের বিট অফিসার।বিট অফিসার জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি ক্ষতিপূরনের আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + eighteen =