পুলিশ সূত্রে খবর, চলতি মাসে ইকোপার্ক থানার সিটি সেন্টার এবং আটঘরা চত্বর থেকে একাধিক বাইক চুরির অভিযোগ আসে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গতকাল উত্তর ২৪ পরগনার হাড়োয়া এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙর থানার ঘটপুকুর এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইক। ধৃতদের নাম ফয়জুল গাজী, বাড়ি উত্তর ২৪ পরগনা হাড়োয়া থানা এলাকায়। অন্যজনের নাম হাবিবুর মোল্লা, বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙর থানার ঘটকপুকুর এলাকায়। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হয়েছে । ধৃতদের সাথে আন্ত:রাজ্য বাইক চুরি চক্রের যোগ আছে বলে মনে করছে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে তার খোঁজ চালাবে ইকো পার্ক থানার পুলিশ।