ধেয়ে আসছে “গুলাব”,মেদিনীপুরে খুলে দেওয়া হল সমস্ত ত্রিফলা সংযোগ।

ধেয়ে আসছে “গুলাব”,মেদিনীপুরে খুলে দেওয়া হল সমস্ত ত্রিফলা সংযোগ।

অতি বর্ষণে প্লাবনের জমা জলে বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে রাজ্যে।তাই ঘূর্ণিঝড় ‘গুলাব’ প্রবেশ করার আগে মেদিনীপুর পৌর এলাকাতে স্পর্শকাতর স্থানগুলি থেকে খুলে নেওয়া হলো বিদ্যুতের তার।বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো সমস্ত ত্রিফলার।’গুলাব’ ঝড়ের প্রত‍্যক্ষ প্রভাব রাজ‍্যে না পড়লেও কিছুটা পড়বে পশ্চিম মেদিনীপুরে। তাই আগাম প্রস্তুতি শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত স্থানে সতর্ক করে আশ্রয়স্থল গুলো নিশ্চিত করা হয়েছে।মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে শনিবার থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল।মাইকিং করে মানুষকে অপেক্ষাকৃত মজবুত আশ্রয়স্থলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনার কথা মাথায় রেখে দুদিন ধরে বিদ্যুতের তারের উপর পড়ে থাকা গাছ সাফ করা হয়েছে। মাটির তলা দিয়ে যাওয়া বিদ্যুতের তারগুলি পরীক্ষা করে প্রয়োজনীয় সংযোগও ছিন্ন করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + fifteen =