ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, গঙ্গাসাগরে পৌঁছলো জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, গঙ্গাসাগরে পৌঁছলো জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।

এ যেন ২০২০ সালের পুনরাবৃত্তি।২০২০ সালটাই যেন ফিরে এসেছে ভয়ঙ্কর রূপে।বছর খানেক আগে ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর, বকখালি,পাথরপ্রতিমা সহ একাধিক উপকূলবর্তী এলাকা।করোনা আবহের মধ‍্যেই এই ঝড় মোলাবিলায় প্রশাসনের তৎপরতা ছিল যথেষ্ট প্রশংসনীয়।আম্ফান ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ঘূর্ণিঝড় যশের দাপট থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তাই এবারও তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।সেই কথা মাথায় রেখেই শনিবার গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পৌঁছে গিয়েছে।ড্রোনের মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে। অত্যাধুনিক স্পিড বোর্ডগুলিকে এই বিপর্যয় মোকাবিলার কাজে ব্যবহার করার জন্য তৈরি রাখা হচ্ছে। গঙ্গাসাগরের বোট খালি, কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকা,বাগবাজার,বামন খালী সহ বিভিন্ন এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে সাধারণ মানুষকে সতর্কবাতা দিচ্ছেন।গতবারের আমফানের মতো এবারের সাইক্লোন ‘যশ’কেও কাবু করতে সক্ষম হবে এই বিপর্যয় মোকাবিলা দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − ten =