নতুন করে মাস্ক পরার অভ্যাস করাতে ফের জলপাইগুড়ির রাস্তায় নামল জেলা প্রশাসন সঙ্গে কোতোয়ালি থানার পুলিশ।
রবিবার শহরের থানা মোড়ে মাস্ক ছাড়া বাসিন্দাদের ধরপাকড় শুরু করল পুলিশ। এদিন পথ চলতি অনেকের মুখে মাস্ক দেখা গেল না। টোটো দাড় করিয়ে মাস্ক নিয়ে সচেতনতা ও মাস্ক পরার পরেই ছাড় পেলেন সকলে। অন্যদিকে পথ চলতি বাসিন্দা বাইক ও সাইকেল চালকদের দাড় করিয়ে মাস্ক পরানো হয়। অন্যদিকে শহরের বাজারে ভিড় উপচে পরেছিল ভিড়। অনেকের মুখে মাস্ক ছিল না বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি মাস্ক ছাড়া বাসিন্দাদের ধরপাকড় ও সচেতন করা হচ্ছে। মাস্ক ছাড়া রাস্তায় বের হয়েছেন কেন প্রশ্ন শুনেই মাস্ক কিনলেন দোকান থেকে। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বপন মাইতি বলেন,মাস্ক পরা অনেকেই ভুলে গিয়েছে আবার অভ্যাস করাতে রাস্তায় নেমেছি আমরা ।
