নতুন পদ্ধতিতে ট্রাক বুকিং চালু হওয়ায় আন্দোলনে ট্রাক মালিক, ট্রান্সপোর্টাররা

রাজ্য সরকারের নতুন শ্লড বুকিংয়ের নিয়ম চালু হওয়ায় কর্মহীন হওয়ার আশঙ্কা উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর কয়েক হাজার ট্রাক মালিক ট্রান্সপোর্টার ও মুটে মজদুরদের।পথসভা করছেন, প্রশাসনিক স্তরে স্মারকলিপি জমা ,আন্দোলন করেছেন ৷ এই শর্ট বুকিং এর নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন তারা।ভারত বাংলাদেশ সীমান্তে পেট্রাপোলে রপ্তানির কাজে যুক্ত কয়েক হাজার ট্রাক মালিক, মুটে মজদুর ও ট্রান্সপোর্টার। তাদের বক্তব্য, সরাসরি স্লট বুক করে ট্রাক বাংলাদেশে চলে গেলে স্থানীয় ট্রাক চালক ট্রান্সপোর্টার ও মজদুরদের আর কোন প্রয়োজন হবে না৷ বনগাঁর ৮০ ভাগ জীবিকা পেট্রাপোল বন্দরের উপর নির্ভরশীল। ফলে নতুন পদ্ধতিতে ট্রাক বুকিং চালু হওয়ায় আন্দোলন ট্রাক মালিক, ট্রান্সপোর্টারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + fourteen =