নতুন প্রজন্মের ভোটারদের উৎসাহিত করার জন্য থিম সং প্রতিযোগিতা হল ভাঙড়ে।বিভিন্ন স্কুলের ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।স্বরচিত গান ছাড়াও কবিতা, আবৃত্তি পাঠ করে কচি কাচারা। প্রতিটি বিভাগেই সেরাদের পুরষ্কৃত করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।ভোটারদের উৎসাহিত করতে জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী এদিন ভাঙড় ২ ব্লকের কাঁঠালিয়া হাই স্কুলে এই থিম সং অনুষ্ঠান উদযাপিত হয়।ভাঙড় ১ ও ২ ব্লকের দুই বিডিও ছাড়াও এদিন কাশীপুর থানার ওসি, ভাঙড় ২ ব্লকের স্বাস্থ্য আধিকারিক, কাঁঠালিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজের রচিত ও সুরারোপিত একটি গান পরিবেশন করেন ভাঙড় ২ ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায়।নতুন ভোটারদের উৎসাহিত করতে তিনি নিজে ওই গান লিখেছেন।কাশিপুর থানার ওসি সমরেশ ঘোষও নিজের কন্ঠে একটি গান পরিবেশন করেন।কার্তিক বাবু বলেন, ‘নতুন প্রজন্মের ভোটারদের উৎসাহিত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করছে নির্বাচন কমিশন।তারই একটি প্রয়াস হিসাবে থিম সং প্রতিযোগিতা হয় এদিন।জেলায় খেলা ধূলা বা অন্যান্য ক্ষেত্রে যারা নজির সৃষ্টি করেছেন যুব সমাজের আইকন হিসাবে এরকম কয়েকজন কে এদিনের মঞ্চে হাজির করা হয়।ভাঙড়ের প্যারা অলিম্পিক চ্যাম্পিয়ন শাহাজান বুলবুল ওই অনুষ্ঠানে ছিলেন।ভাঙড় ১ ব্লকের বিডিও তথা নির্বাচনী আধিকারিক দীপ্যমান মজুমদার বলেন, ‘ছাত্র ছাত্রীরা হল আগামী প্রজন্মের ভবিষ্যত।তারাই আগামী দিনে সমাজের ধারক বাহক হবে।তাই ভোট দান করে নিজেদের মত প্রতিষ্ঠিত করতে ছেলে মেয়েদের এই কাজে এগিয়ে আসতে হবে।‘জেলার নির্বাচনী ম্যাসকট হিসাবে এবছর স্থান পেয়েছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।যার নামকরণ করা হয়েছে ‘বাঘু’।সেই বাঘুকে এদিন ছোটদের সাথে পরিচয় করানো হয়।উপস্থিত সকল দর্শকদের মাস্ক বিতরণ করা হয়।