নতুন বছরের শুরুতেই বিরোধী শিবিরে ভাঙ্গন, সিপিএম ও বিজেপি  থেকে ১৫০,জনের যোগদান তৃণমূলে ।

নতুন বছরের শুরুতেই বিরোধী শিবিরে ভাঙ্গন, সিপিএম ও বিজেপি  থেকে ১৫০,জনের যোগদান তৃণমূলে ।

বসিরহাট মহাকুমার সরুপনগর বিধানসভার সগুনা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর এর ঘটনা।২০২২এর নতুন বছরের শুরুতে বিরোধী শিবিরে ভাঙ্গন। বিজেপি ও সিপিএম থেকে দেড় শতাধিক নেতা-কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। যত রাজ্যে পৌরনিগম ভোট এগিয়ে আসছে তত তৃণমূলের যোগদানের হিড়িক বাড়ছে। বিজেপি নেতা অশোক তরফদার, নেত্রী তৃপ্তি সরদার, সিপিএম নেতা পলাশ সরদার সহ নেতাকর্মী সমর্থক মিছিল করে গতকাল শনিবার তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্বরূপ নগর পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রদীপ্ত মন্ডল সহ এলাকার নেতৃত্ব। দলত্যাগীরা জানান, যেভাবে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কার্ড,দুয়ারে রেশনের মতো প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তাতে বিরোধীরা হতাশাগ্রস্ত। উন্নয়নের শরিক হতে মানুষের পাশে থেকে কাজ করতে আমরা তৃণমূলে যোগদান করলাম। স্বরূপনগর বিধানসভায় তৃণমূলের শক্তি আরো বাড়লো বলে মনে করেন রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 2 =