বৃহস্পতিবার মাঝেরহাট ব্রিজের নতুন নামকরণ করে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নতুন ব্রিজের নামকরণ করা হয় ‘জয়হিন্দ ব্রিজ’।২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজের একাংশ ভেঙে পড়ে। তারপর প্রায় দু’বছর তিন মাস পরে উদ্বোধন হলো নতুন করে তৈরি এই চার লেনের ব্রিজ।নতুন এই ব্রিজ তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।পূর্ত দফতর সূত্রে খবর,এর দৈর্ঘ্য প্রায় ৬৫০ মিটার।সেতুর ২২৭ মিটার অংশ ধাতব কেবলের সাহায্যে ঝুলন্ত।নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন।সেতুর ভার কখন কেমন,তা পরিমাপের জন্য বসানো হয়েছে বিশেষ ধরনের সেন্সর। এছাড়া ব্রিজটিকে বিদ্যাসাগর সেতুর আদলেই তৈরি করা হয়েছে।মাননীয়া মুখ্যমন্ত্রী এই সেতু তৈরিতে রেলের হাজারও অসহযোগিতার অভিযোগ তুলে উদ্বোধনী ভাষণেও রেলকে বিঁধলেন।নিজের পায়ে হেঁটেই মাঝেরহাট ব্রিজ পরিদর্শন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
Home জেলা