নদিয়া গয়েশপুরের 90 বছরের যুবক নরেশ বাবু জানালেন নিয়মিত শরীরচর্চাই দেয় একমাত্র নিরোগ শরীর

নদিয়া গয়েশপুরের 90 বছরের যুবক নরেশ বাবু জানালেন নিয়মিত শরীরচর্চাই দেয় একমাত্র নিরোগ শরীর

নিরোগ দেহ ও সুস্থ শরীর ধরে রেখেছে ৯০বছরের বৃদ্ধ নরেশ বিশ্বাস,প্রসঙ্গত, স্বাস্হ্যই সম্পদ তাই ৭০ বছর ধরে শরির চর্চার মাধ্যমে সুস্থ্য রয়েছেন গয়েশপুরের নরেশ বাবু, তিনি জানান বর্তমানে ৯০বছরে পা রেখেছি, এখনো ডাক্তারের কাছে যেতে হয়নি। আমি সকল মানুষ কে বলবো নিয়মিত যোগব্যামের মধ্যে দিয়ে শরির চর্চা করতে পারলে কোন রোগ শরীরে বাসা বাঁধতে পারবে না।
তাই সুস্থ শরীর পেতে গেলে অবশ্যই নিয়মিত যোগব্যামের মধ্যে দিয়ে শরীর চর্চা করতে পারলে সাফল্য পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 20 =