নদীয়ার নবদ্বীপ হনুমানের আক্রমণে গুরুতর আহত এক গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

হনুমানের আক্রমণে গুরুতর আহত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আজ নদীয়ার নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর বসাকপাড়া এলাকায়। আক্রান্ত গৃহবধূর নাম বিশাখা রাহা, বয়স আনুমানিক ৩৬ বছর। জানা যায়,সম্প্রতি বিশাখা দেবী উত্তর ২৪ পরগনা জেলার জাগুলী, গাইঘাটা এলাকা থেকে নবদ্বীপে বাপের বাড়িতে বেড়াতে আসেন। এই দিন সকালে কলপাড়ে কাপড় কাচতে গেলে দুটি হনুমান নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে হঠাৎ করে বিশাখা দেবীর গায়ে লাফিয়ে পরে। হনুমানের অতর্কিত হামলা সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন বিশাখা দেবী। এবং তাঁর শরীরে একাধিক গভীর ক্ষতের সৃষ্টি হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের অন্যান্য সদস্যরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে আতঙ্কের সৃষ্টি হয় প্রাচীন মায়াপুর সংলগ্ন বসাকপাড়া এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 7 =