বাস দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল বহু যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ নদীয়ার নাকাশিপাড়া বিক্রমপুর পঞ্চায়েতের অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের পেট্রোল পাম্পের কাছে। একটি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে খবর, লরিটি বহরমপুরের দিকে যাচ্ছিল এবং বাসটি আসছিল দেবগ্রামের দিক থেকে বেথুয়া ডহরীর দিকে। মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত প্রায় ১৫ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ২ জনকে রেফার করা হয় শক্তিনগর হাসপাতালে।