নদীয়ার বড়জাগুলী থেকে গ্রেফতার মাওবাদী রাজ্য কমিটির নেত্রী

নদীয়ার বড়জাগুলী থেকে গ্রেফতার মাওবাদী রাজ্য কমিটির নেত্রী

নদিয়ার বড়জাগুলীর অটো স্ট্যান্ড থেকে জয়িতা দাস নামে এক যুবতীকে গ্রেপ্তার করে কলকাতা এস টি এফ। সূত্রের খবর অনুযায়ী জানা যায় ওই যুবতী মোহনপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আর এভাবেই বিভিন্ন জায়গায় ৭-৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ২০১৩ সালে কলকাতা চারু মার্কেট থানা এলাকা থেকে এস পি এফ এর হাতে মাওবাদীদের সাথে বিভিন্ন কার্যকলাপে অভিযোগে প্রথমবার গ্রেফতার হয়েছিলেন। তিনি মাওবাদীদের রাজ্য কমিটির সদস্য। গ্রেপ্তারের পর আজ তাকে কলকাতা আদালতে তোলা হয় আগামী ৭ ই এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − eleven =