নদীয়ার বেথুয়াডহরি স্টেশনে নিরাপত্তা বাড়ানো হলো।

বাড়তি নিরাপত্তা বাড়ানো হলো স্টেশন চত্বরে। মোতায়েন করা হলো স্পেশাল রেল সুরক্ষা বাহিনী। স্টেশন চত্বরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। লাগাতার চলছে পুলিশের টহলদারি। যদিও সকাল থেকেই বেথুয়াডহরি রেলস্টেশনসহ বেথুয়াডহরির বিভিন্ন এলাকায় কৃষ্ণনগর পুলিশ সুপারের নেতৃত্বে চলছে পুলিশি রুটমার্চ। প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গত দুদিন আগে নদীয়ার বেথুয়াডহরি স্টেশনে ঢুকে ট্রেন ভাংচুরের ঘটনা ঘটে, এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুনরায় এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকেই লক্ষ্য রাখতে পুলিশি করা ব্যবস্থা রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − three =