নদীয়ার শান্তিপুরে এক সপ্তাহ আগে চিরকুটে নোট লিখে অন্তর্ধান ২৫ বছরের এক যুবক, সিসি ক্যামেরার ফুটেজ রহস্য ঘনীভূত
“আমি চলে যাচ্ছি,আমাকে খোজার চেষ্টা করো না কারণ আমি আর ফিরব না। নিজের ইচ্ছাতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি” সাদা কাগজে এমনই এক সাদামাটা কথা লিখে আজ ছ দিন যাবৎ নিরুদ্দেশ ২৫ বছর বয়সী দিব্যেন্দু শী। শান্তিপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের দাদ্দে নিকারি পাড়ার বাসিন্দা, বাবা মারা গেছেন মাধ্যমিক দেওয়ার সময় দিদির বিয়ে হয়েছে তারপরে। মার কষ্ট অর্জিত অর্থে দিব্যেন্দু ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হয় গত বছর। ছোটবেলা থেকেই স্বভাবসিদ্ধ ভাবে স্বল্পভাষীশান্ত স্বভাবের। শুধুমাত্র মাকে নিয়ে নির্ঝঞ্ঝাট পরিবারে বাস করে, কোনরকম অশান্তি গন্ডগোল অসন্তোষ মনোমালিন্য কিছুই হয়নি কোনদিন। পরিবারের দাবি প্রণয় জনিত কোন সম্পর্ক বা নেশার আসক্তি ছিলনা তার। দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো মোবাইলে। গত ১৮ ই জুন রাত আটটা থেকে তাকে পাওয়া যাচ্ছে না, মোবাইল সুইচড অফ।সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ একাউন্ট ক্লোজ। আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলের বাড়িতে খোঁজ নেওয়ার পরে গতকাল রাতে শান্তিপুর থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করেন তার মা রমা শী।
দিদি সুভ্রা শী দাস বলেন, মোবাইলে বাদে ভাইয়ের খুব বেশি বন্ধুবান্ধব ছিলো না। অত্যান্ত ভীতু প্রকৃতির এবং কারোর সাথেই মিশতে পছন্দ করত না। ওর নিরুদ্দেশ আমাদের কাছে যথেষ্ট রহস্যজনক। পড়াশোনার শংসাপত্র ভোটার কার্ড আধার কার্ড , আমাদেরকে না জানিয়ে সম্প্রতি তৈরি করা পাসপোর্ট নিয়েই নিখোঁজ হয়েছে। অনুমানের ভিত্তিতে বলা যেতে পারে, একটি চক্রের প্রলোভনে সে হয়তো পাড়ি দিয়েছে দেশের বাইরে।
তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য।
মা রমা দেবী বলেন, সেদিন রাতেই স্থানীয় একটি জামা কাপড়ের দোকানে লাগানো সিসি ক্যামেরা থেকে দেখা যায়, অত্যন্ত ব্যস্ততার সঙ্গে একটি জামা প্যান্ট কেনে তার ছেলে, আশ্চর্য জনক ভাবে সাইকেল নিয়ে প্রতীক্ষায় থাকে অপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি সিসি ক্যামেরা লক্ষ্য করে নিজের মুখ লুকাতে ব্যস্ত পড়েন আর এর থেকেই বাড়ে সন্দেহ। তিনিও প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান, বিশ্বাস কোনো একটি কুচক্র বিদেশে চাকরির প্রলোভনে হয়তো নিয়ে তার ছেলেকে। লিখিত আবেদনের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে তৎপর হয়েছে অন্তর্ধান রহস্য উদঘাটনে।