নদীয়ায় করিমপুরে বাইক অটোর মুখোমুখি সংঘর্ষ,ঘটনায় মৃত্যু হল ২ জনের।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ নদীয়ার করিমপুরে নাজিরপুর মোড়ের ঘটনা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। আহতদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ও সেখানে মৃত্যু হয় অটোয় থাকা একজন মহিলা যাত্রীর।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়ে যাওয়া বাইক চালক নাম আমজাদ শেখ, বাইকের পেছনে থাকা তাঁর স্ত্রী শাবনুর খাতুন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তেহট্ট মহাকুমা হাসপাতালে।
জানা যায়, তাঁদের বাড়ি করিমপুর ১ নম্বর ব্লকের উদয়নগর গ্রামের বাসিন্দা। তবে জানা যায়নি মৃত্যু হয়ে যাওয়া অটোয় থাকা মহিলা যাত্রীর নাম। স্থানীয় সূত্রে জানা যায়, বাইক আরোহীরা করিমপুর থেকে তেহট্টর দিকে যাওয়ার পথে এবং কৃষ্ণনগর দিক থেকে আসা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি নাজিরপুর মোড়ের কাছে সংঘর্ষ হয়।
বিকট শব্দে ছুটে আসে সেখানকার স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে তেহট্ট থানার পুলিশ। এবং পুলিশ অটো এবং মোটরবাইক টিকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এবং তদন্তে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =