নদীরবাঁধ ভেঙে প্লাবিত খানাকুল।
রবিবার ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল থানার ঠাকুরানিচক পঞ্চায়েতের ভীমতলা এলাকায়। প্রশাসনের বেনিয়মের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষজন।স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরে খানাকুলের দ্বারকেশ্বর নদের বাঁধ ভাঙে বিভিন্ন এলাকার মতো। ঠাকুরানিচক এলাকাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়। নদীর জলে পলিমাটি ও বালি জমে যায় এলাকায়। বহু চাষযোগ্য জমি মাটি ও বালি চাপা পড়ে গেছে। এলাকার চাষিরা নিজেদের জমি চাষযোগ্য করার চিন্তাভাবনা নেন। কিন্তু প্রশাসনিকভাবে তা বাধা দেওয়া হয়। অবশেষে ইরিগেশনের পক্ষ থেকে পলি মাটি তুলে বাঁধ সংস্কার শুরু হয়েছে। এলাকার মানুষের অভিযোগ, যেভাবে জমি থেকে মাটি তোলা হচ্ছে তাতে করে তাদের চাষযোগ্য জমি ব্যাপকভাবে ক্ষতি হবে। শুধু তাই নয় এক প্রকার তাদের অন্ধকারে রেখে তোলা হচ্ছে জমি থেকে মাটি। কি কারন তা তারা জানেন না। এদিন দুপুরে একগুচ্ছ দাবি তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান চাষিরা। আর দফায় দফায় বিক্ষোভের জেরে মাটির তলার কাজ বন্ধ করে দেন বাঁধ সংস্কারে যুক্ত ঠিকাদার সংস্থাটি। স্থানীয়দের আরও দাবি, বাঁধ সংস্কারের জন্য এই এলাকা থেকেই মাটি বালি নিতে হবে এমন তো কোনও কথা নেই। প্রশাসন এই বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করুক।