নদীর ওপর ব্রিজের দাবিতে বিক্ষোভ চাষীদের ।

নদীর ওপর ব্রিজের দাবিতে বিক্ষোভ চাষীদের ।

 

কাটোয়ার বাঁধমুড়ো গ্রামে নদীর উপরে একটি ব্রিজ তৈরি ও নদী সংস্কার করার দাবি জানিয়ে সরকারের কাছে আর্জি জানান এলাকার স্থানীয় মানুষ ও চাষীরা ।নদী দুটিতে সেতু না হলে পরবর্তীকালে ভোট বয়কটের ডাক দেন চাষীরা ।ব্রিজের দাবি জানিয়ে জলে নেমে বিক্ষোভ দেখান চাষীরা।
নিম্নচাপের জেরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার কৃষিজমি জলের তলায় চলেগেছে। কাটোয়ার ব্রাহ্মনী ও ফরে নদীর জল ছাপিয়ে যাওয়াতে বেশকিছু এলাকার কৃষিজমি প্লাবিত হয়েছে। কাটোয়া ১নং ব্লকের করজগ্ৰাম পঞ্চায়েতের বাঁধমুড়ো গ্ৰামের কয়াকশো হেক্টর কৃষিজমি জলের তলায় ।নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। বাঁধমুড়া গ্ৰামের চাষিরা বললেন,এইবার অনেক কষ্ট করে ধানের বিজতলা,পাট,সবজি চাষ করেছেন কয়েকদিনের বৃষ্টিতে সব ডুবে গিয়েছে। আরো কয়েকদিন এভাবে বৃষ্টি চললে সব নষ্ট হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে ক্ষতি সামলাবে তারা তা নিয়েই চিন্তায় রয়েছে বাঁধমুড়া গ্ৰামে নদী পারাপার জন্য কোন ব্রিজ নেই। ব্রিজ না থাকার কারণে চাষীরা জীবনের ঝুকি নিয়ে মাঠের কাজ সেরে নদীর জলে সাঁতার কেটে নদী পারাপার করে। মহাজনের কাছে বেশিরভাগ কৃষকই চড়া সুদে ঋণ নিয়ে সবজি চাষ করে থাকে।গত কয়েকবছর ভাল ফলন ও লাভের মুখ দেখেছিল এই এলাকার কৃষকেরা।কিন্তু এ বছর, নিম্নচাপের জেরে বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গিয়েছে।
মাথায় হাত ও চিন্তার ভাঁজ চাষীদের কপালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − fifteen =