নদীয়ার চাকদহে গৃহবধূকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী৷

নদীয়ার চাকদহে গৃহবধূকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী৷

নদীয়া চাকদহ পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের, রথ তলা মিত্র বাড়ি থেকে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল চাকদহ থানার পুলিশ প্রশাসন৷
পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম বর্ণালী ঘোষ, বয়স ২৩ বছর ৷পিতার নাম দিলীপ ঘোষ ,বাড়ি চাকদহ নারকেলডাঙ্গা অঞ্চলে৷ দুমাস আগে গোপালনগর থানার পাল্লা বাজারের, দেবাশীষ রায়ের সঙ্গে বিয়ে দেন, বর্ণালীর বাবা দিলীপ ঘোষ৷ গত দুমাস ধরে চাকদহ ১৫নম্বর ওয়ার্ডের রথ তলা মিত্র বাড়িতে নিজের মাকে নিয়ে ভাড়া থাকতেন দেবাশীষ রায় ৷অভিযোগ দেবাশীষ আজ ভোর রাতে নিজের স্ত্রী বর্ণালী ঘোষ কে, রড দিয়ে কুপিয়ে খুন করে বাড়ীর দরজা আটকে, চাকদহ ৫০নম্বর রেলগেটের রেললাইনে নিজের মাকে নিয়ে আত্মহত্যা করেন ৷দেবাশীষের দেহ রেললাইনে দুই টুকরো হয়ে যায় ,দেবাশীষের মা কে গুরুতর জখম অবস্থায় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয় ৷ অন্যদিকে সকাল থেকেই বর্ণালীর পরিবারের লোকজন বর্ণালী কে ফোন করতে থাকে, কিন্তু রিং হয়ে গেলেও ফোন তোলে নি  বর্ণালী ৷পরিবারের লোকের সন্দেহ হয় গত কাল বিকেল পাঁচটা নাগাদ ,চাকদহ রথ তলা, ভাড়া বাড়িতে এসে ডাকাডাকি করলেও, উত্তর না পাওয়ায় পারিপার্শ্বিক লোকজনের সহযোগিতায়, দরজা ভেঙে দেখে রক্তাক্ত অবস্থায় বর্ণালীর মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে ৷ খবর যায় চাকদহ থানায়, ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চাকদহ থানার পুলিশ প্রশাসন৷ পরে মৃতদেহটিকে নিয়ে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে পুলিশ ৷পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ প্রশাসন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 7 =