নদীয়ায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত্যু সাইকেল আরোহীর।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩৪ নং জাতীয় সড়ক নদীয়ার নাকাশীপাড়া থানার ছাতনি এলাকায়।মৃত ব্যক্তির নাম জাকিরুদ্দিন খাঁ।বছর ৫৫ এর ব্যক্তির বাড়ি নাকাশিপাড়া থানার রাধানগর গ্রামে।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এদিন ভোরে সাইকেল নিয়ে কর্মসূত্রে বাড়ি থেকে বের হন ওই ব্যক্তি। জানা যায়, ওই ব্যক্তি রসুনের ব্যবসা করতেন। ছাতনি এলাকায় জাতীয় সড়কে একটি গাড়ি সজোঢ়ে ধাক্কা মারে।ধাক্কায় গুরুতর জখম হন ওই ব্যক্তি।আহত ব্যক্তিকে নাকাশিপাড়ার পুলিশ উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে নাকাশিপাড়া থানার পুলিশ।