নন্দীগ্রামে আবু তাহেরের বাড়িতে সিবিআইয়ের হানা, বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী
নিয়োগ দুর্নীতিতে একদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি। অপরদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার তৎপর সিবিআই। গত কয়েকদিন আগেই সিবিআইয়ের করা মামলার ভিত্তিতে হলদিয়া মহকুমা আদালত নন্দীগ্রামের দাপুটে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। যাদের মধ্যে অন্যতম আবু তাহের। এরপর আজ সকালে নন্দীগ্রামের এই দাপুটে নেতা আবু তাহেরের বাড়িতে হানা দিল সিবিআই। গোটা বাড়ির চত্বর ইতিমধ্যে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সম্ভাব্য আদালতের গ্রেফতারি পরোয়ানা মতোই আজ আবু তাহেরকে গ্রেফতার করতে পারে সিবিআই। উল্লেখ্য, ভোট পরবর্তি হিংসায় নন্দীগ্রামের চিল্লগ্রামে খুন হন বিজেপি কর্মী দেবব্রত মাইতি। সেই ঘটনার তদন্তেই সিবিআইয়ের এই তৎপরতা।