নন্দীগ্রামে বিজেপি ছেড়ে শতাধিকা নেতা কর্মীর তৃণমূলে যোগদান।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন।বুধবার বিকেলে নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের আমদাবাদ ১নম্বর গ্রাম পঞ্চায়েত এর টাকাপুরা বাজার এলাকার বিজেপির মন্ডল সম্পাদক স্বরূপ দাস, বুথ সভাপতি সহ প্রায় শতাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূলে।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী অখিল গিরি।
নন্দীগ্রাম ২ ব্লক তৃণমূলের সভাপতি সহ অঞ্চল নেতৃত্বরা।
যোগদানের শেষে মন্ত্রী অখিল গিরি বলেন, “মুখ্যমন্ত্রী বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন একজনকে। সেচ দপ্তরকে তিনি ডুবিয়ে দিয়ে গেছেন জেলাকে। কোন কাজ করেননি সেচ দপ্তরের, শুধু দুর্নীতি করেছেন। যার জেরে জেলার বিভিন্ন জায়গায় খাল,বিল ও নিকাশির নালা বেহাল অবস্থা। ফল স্বরূপ বাঁধ বেহাল, যার জেরে জল ঢুকছে গ্রামের পর গ্রামে।”