নবদ্বীপে বামেদের রেল অবরোধ

নবদ্বীপে বামেদের রেল অবরোধ

সর্বনাশা কৃষি আইন এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে আজ ২৭শে সেপ্টেম্বর সোমবার ভারত বন্ধের ডাক দিয়েছে AIUTUC সহ সমস্ত বাম সংগঠনগুলো তাদের এই বনধকে সমর্থনও করেছে, সেই মতো এদিন সোমবার কাটোয়া ব্যান্ডেল শাখার ভাণ্ডারটিকুরি স্টেশনে রেল অবরোধ করল সারা ভারত কৃষক সভার কর্মীরা সহ বিভিন্ন বাম সংগঠনের কর্মী সমর্থকেরা. এ দিন সোমবার ব্যান্ডেল কাটোয়া শাখার ডাউন ট্রেন অবরোধ করে তারা. ঘটনাস্থলে এসে পৌঁছায় কাটোয়া এবং নবদ্বীপ জিআরপি পুলিশ আধিকারিকরা. সকাল ৭.৪০ অবরোধ শুরু হয় ৮.০০ অবরোধ শেষ হয়. বাম সমর্থিত বিভিন্ন সংগঠনগুলির তরফ থেকে রেল অবরোধে সামিল হওয়া কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআইএমের প্রাক্তন বিধায়ক প্রদীপকুমার সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর সহ বাম সমর্থিত বিভিন্ন কর্মী সমর্থকেরা.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 20 =