নবদ্বীপ থানার হাতে পাকড়াও এক কচ্ছপ ব্যবসায়ী ।
জানা যায় কয়েকদিন আগে সোস্যাল মিডিয়ায় এক দম্পতি কচ্ছপ বিক্রির কথা জানান , সেই পোস্ট দেখেই কয়েকজন পরিবেশ প্রেমি তাদের কাছে জানতে চায় কচ্ছপের দাম এবং কোথায় গেলে পাবে । সেই মতো ফরেস্ট ডিপার্টমেন্ট এবং নবদ্বীপ থানার পুলিশকে জানালে সেখানে পুলিশ গিয়ে ঐ দম্পতিকে গ্রেপ্তার করে । জানা যায় ঐ দম্পতি এক্যোরিয়ামের মাছ বিক্রি করতেন । তাদের কাছ থেকে তিনটি কচ্ছপ উদ্ধার হয় ।
তাদের বাড়ি নবদ্বীপ শহরের প্রতাপনগর গঙ্গানগর এলাকায়।