নবদ্বীপ বার এসোসিয়েশন ও ল ক্লাস সংগঠনের ডাকে শুরু হলো নবদ্বীপ আদালতে আগামী তিন দিনের জন্য কর্মবিরতি।

নবদ্বীপ বার এসোসিয়েশন ও ল ক্লাস সংগঠনের ডাকে শুরু হলো নবদ্বীপ আদালতে আগামী তিন দিনের জন্য কর্মবিরতি।

আইনজীবী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয় দীর্ঘ তিন মাস ধরে নবদ্বীপ আদালতের এডিজে কোর্টে বিচারক না থাকায় সাধারণ মানুষ প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছেন। সাধারণ মানুষদের স্বার্থে আজ পাঁচই আগস্ট শুক্রবার নবদ্বীপ আদালতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন আইনজীবী ও ল ক্লার্ক সংগঠনের। সকাল ১০টা থেকে শুরু হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। দাবিআইনজীবী সংগঠনের দাবি যতক্ষণ তাদের দাবি না মানা হচ্ছে ততদিন এই স্ট্রাইক বাঁ আন্দোলন চলবে বলে জানান নবদ্বীপ বার এসোসিয়েশনেরসম্পাদক দিলীপ চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 7 =