নববারাকপুর শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

নববারাকপুর শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

হাইজিন সম্পর্কে সমাজকে সচেতন হতে হবে।মেয়েদের সুস্বাস্থ্য সুরক্ষার ভাবনা থেকে বুধবার দুপুরে নববারাকপুরে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।নববারাকপুরের ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬২০১ জন মেয়েরা উপকৃত হবেন বলে জানান মন্ত্রী।বুধবার দুপুরে নববারাকপুর সাজিরহাট আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে দুটি অত্যাধুনিক স্যানিটারি ন্যপকিন ভেন্ডিং মেশিনের শুভ উদ্বোধন করেন মন্ত্রী।উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী প্রিয়দর্শিনী হাকিম,একান্নবর্তী সংস্থার বীথি বসু, নীলিমা সেনগুপ্ত, কৃষ্ণা চ্যাটার্জি, প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ ড. শক্তিব্রত ভৌমিক,ড.নিখিল চন্দ্র হালদার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।উপস্থিত ছিলেন নববারাকপুর ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ শিক্ষক অধ্যাপক অধ্যাপিকারা।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিধায়ক হিসেবে আমি ভাবলাম যে আমার এলাকায় মেয়েদের স্বাস্থ্যটা যদি ভালো রাখতে হয়, তাহলে ছোটবেলা থেকে ওদের মেনস্ট্রুয়াল হাইজিনের বিষয়টা খেয়াল রাখতে হবে।সুতরাং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের কাছে আমরা আবেদন করেছিলাম। তাই এই ভেন্ডিং মেশিনের ব্যবস্থা।আমরা এলাকার সব স্কুল ও কো-এড কলেজের হিসেব নিয়ে ৯টি ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করেছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − thirteen =