শেওড়াফুলি খড় পাড়ার বাসিন্দা বছর চোদ্দর নাবালিকা রুবি কুমারী পাড়ারই এক তরুন সেখ রাজার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল।সারা রাত বাড়ি ফেরেনি।বুধবার শেওড়াফুলি তিন ও চার নম্বর গেটের মাঝে রেল লাইন থেকে মৃতদেহ উদ্ধার করে শেওড়াফুলি জি আর পি।মৃতের পরিবারের অভিযোগ মেয়েকে ঠাকুর দেখতে নিয়ে গিয়ে গলা টিপে মেরে রেল ট্রেনের সামনে ফেলে দেয় ওই তরুন।এলাকার বাসিন্দা অভিযুক্তকে পোস্টে বেঁধে মারধোর করে।খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করে।শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।