নমঃ নমঃ গণেশ চতুর্থী।
করোনা রাশ টেনেছে সমস্ত পুজোর আনন্দে।বাদ পড়ল না গণেশ চতুর্থীও। এবছরও নমো নমো করে ছাড়তে হচ্ছে বিনায়ক চতুর্থী।পুরাণ মতে, ভাদ্র মাসের এই চতুর্থী তিথিতে জন্মগ্রহণ হয়েছিল সিদ্ধিদাতার।এই বছর গণেশ চতুর্থীর শুভক্ষণের সূচনা শুক্রবার ১০ সেপ্টেম্বর মধ্যরাত ১২টা ১৮ মিনিটে। চতুর্থী তিথির সমাপ্তি শুক্রবার ১০ সেপ্টেম্বর, রাত ৯টা ৫৭ মিনিটে। মধ্যাহ্ন কাল ১১টা ০৩ মিনিট থেকে ১টা ৩৩ মিনিট পর্যন্ত পুজোর শুভক্ষণ থাকবে। করোনার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে আগেই সতর্ক করা হয়েছে। প্রতিবছর বাণিজ্যনগরী মুম্বইতে গণেশ চতুর্থীর দিন প্যান্ডেলে উপচে পড়ে জনস্রোত। তবে এ বছর গণেশ চতুর্থীতে বাণিজ্যনগরীতে জারি হয়েছে কারফিউ।১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর অবধি শহরে ১৪৪ ধারাও জারি থাকবে।মুম্বই প্রশাসনের তরফে জানানো হয়েছে, বড় পুজো মণ্ডপগুলিতে প্রতিমা বিসর্জনের জন্য ১০ জনের বেশি জমায়েত করা যাবে না। বাড়ির পুজোর ক্ষেত্রেও পাঁচজনের বেশি সদস্য বিসর্জনে শামিল হতে পারবেন না।