নাইট কার্ফুকে মান্যতা দিতে মাঠে নামল বীজপুর থানার পুলিশ

নাইট কার্ফুকে মান্যতা দিতে মাঠে নামল বীজপুর থানার পুলিশ

করোনার দ্বিতীয় ঢেউ এ দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমায় রাজ্য সরকারের তরফ থেকে শিথিল করা বিধি নিষেধ তবে বেশ কিছু বিধি নিষেধ কঠোর ভাবে পালন করার কথা রাজ্য সরকার বার বার বলেছে । তেমনি নাইট কার্ফু কঠোর ভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে ।আর এবার এই নাইট কার্ফু যথাযথভাবে মানার উদ্যেশ্যে কঠোর হল বীজপুর থানার পুলিশ ।রবিবার রাতে
কাঁচরাপাড়ার গান্ধী মোড়, বাগমোর, কলেজ মোড় বাজার সংলগ্ন এলাকায় নাইট কার্ফু কে মান্যতা দিয়ে মাঠে নামল বীজপুর থানার পুলিশ প্রশাসন নাইট কার্ফু ভেঙে রাত্রি ৯ টার পর যে সকল দোকান খুলে রাখা ছিল ও মাক্স ছাড়া যারা রাস্তায় ছিল তাদের উদ্দেশ্যে কঠোর হলো বীজপুর থানার পুলিশ,নাইট কার্ফু অমান্য করায় আটক বেশ কয়েকজন। বেশ কয়েকটি গাড়ি ও আটক করল পুলিশ এমনকি মাস্ক না পড়াই ও নাইট কার্ফু অমান্য করাই কান ধরে উঠবস করান বিজপুর থানার পুলিশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + twenty =