নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিদেশী প্রজাতির কুকুর ও বেড়াল।

নাকা চেকিংয়ের সময় উদ্ধার বিদেশী প্রজাতির কুকুর ও বেড়াল।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি এলাকায়।জলপাইগুড়ি জেলার অন্তর্গত কোতয়ালি থানার পুলিশ নাকা চেকিং করছিল।তল্লাশি চালানোর সময় জলপাইগুড়ি থেকে অসমগামী ৩১নং জাতীয় সড়কে নাকা চেকিং এর মাধ‍্যমে উদ্ধার হয় কিছু বিদেশী প্রজাতির কুকুর এবং বিড়াল।পুলিশ সূত্রে খবর,পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিদেশী প্রজাতির প্রাণীগুলিকে।পাচারের আগে কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার করে ওই কুকুর ও বিড়াল।ওই পাচারকারীদের কাছে বৈধ কোন কাগজ ছিলনা।পার্সিয়ান ক্যাট সাথে পাগ ,বিগল, গোল্ডেন রিট্রেভার ,ল্যাবরেডর, চি হুয়া হুয়া প্রজাতির সারমেয় পাচার করছিল ওই পাচারকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − eleven =