শনিবার রাত্রে নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন দুই যুবককে প্রথমত আটক করে মালদহের ইংরেজ বাজার থানার পুলিশ। হেফাজত থেকে উদ্ধার করা হয় বাদামি রঙের একটি প্লাস্টিক প্যাকেটে যেটি ব্রাউন সুগার বলে মনে করছেন পুলিশ কর্তারা। পাশাপাশি ধৃত দুই যুবককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং ধৃতরা হল শফিকুল শেখ (২৬) ও ইসমাউল শেখ (২৩) দুজনের বাড়ি মালদহের কালিয়াচক থানা এলাকার মোজোমপুরের বিভিন্ন এলাকায়।
পুলিশি প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া বেআইনি ব্রাউন সুগারের পরিমাণ ১০০ গ্ৰাম। ধৃত দুই যুবককে ইংরেজ বাজার থানার পুলিশ হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে এই পাচার চক্রের সাথে আর কার কার হাত থাকতে পারে। তবে দেখা গিয়েছে দীর্ঘ কয়েক বার মালদা শহরকে করিডোর করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে এই পাচার সক্রিয় হয়ে উঠেছে। তবে চক্রের পিছনে কার কার মদত রয়েছে বা মাস্টারমাইন্ড কে রয়েছে তা তদন্তে পুলিশ। ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে রবিবার পুলিশি হেফাজতের সাতদিন আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 1 =