নাগরাকাটায় পথ দুর্ঘটনায় মৃত ১,গুরুতর আহত ১।
ফের শনিবার সকালে নাগরাকাটার খুনিয়া মোড়ে কাছে ৩১ নং জাতীয় সড়কের পাশে একটি গাড়ি গাছে ধাক্কা মারে।এই ঘটনায় একজনের মৃত্যু ও একজন আহত হয়েছে।নাগরাকাটায় গত একসপ্তাহে এই নিয়ে গাছে ধাক্কা লেগে ৬ জনের মৃত্যু হল। পুলিস সুত্রে জানা গিয়েছে, গাড়িটি দ্রুত গতিতে নাগরাকাটার দিক থেকে চালসার দিকে যাচ্ছিল। সেই সময় জাতীয় সড়কের ১১২ নং কালভার্টের কাছে গাড়িটি সজোরে একটি গাছকে ধাক্কা মারে।গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায়।
