নাগালের বাইরে বিদ্যুৎ বিলের প্রতিবাদে সি ই এস সি অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ।

বামপন্থী দলগুলো সহ জাতীয় কংগ্রেসের যৌথ ভাবে সি ই এসসি কামারহাটি বিটি রোডের উপরে অফিসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় সিইএসসির তরফ থেকে দীর্ঘদিন ধরে অত্যাধিক মিটার বিল পাঠানোর প্রতিবাদ করে আসা হচ্ছে লকডাউন এর সময় মিটার না দেখে বিল পাঠিয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে তাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা ক্রমশ বেড়ে চলছে এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে ডেপুটেশন এবং আলোচনা করা হচ্ছে ইলেকট্রিক বিলের কপি নিয়ে কিন্তু সি ই এসসি কর্তৃপক্ষ কোনরকম কোন কথা শুনছে না এর আগে ভিক্টোরিয়া হাউস বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয় এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আফজাল খান বক্তব্য রাখেন শায়ন দীপ মিত্র সি পি আই এম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ঝন্টু মজুমদার সিপিআইএম এ সময় জেলা কমিটির অন্যতম সদস্য শৈবাল ঘোষ সিপিআই উত্তর জেলা কমিটির সম্পাদক নবেন্দু দাস গুপ্ত সি পি আই এম এল লিবারেশন জেলার অন্যতম ব্যক্তিত্ব দিব্যেন্দু মিত্র জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এছাড়াও উপস্থিত ছিলেন কল্লোল মুখার্জী জাতীয় কংগ্রেসের সভাপতি শাহজালাল আলম এবং পাঁচজনের প্রতিনিধিদল সি ই এসসি কর্তৃপক্ষের সাথে দেখা করেন এবং ডেপুটেশন দেন এই প্রতিনিধি দলে ছিলেন আফজাল খান অশোক সাহা সি পি আই এম এল লিবারেশন মোঃ সাজাদ আলম জয়ন্ত রায় ও ঝন্টু মজুমদার প্রদীপ মজুমদার বলেন এতদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে চলেছি দীর্ঘদিন ধরে আমরা কর্তৃপক্ষকে জানিয়ে আসছি কিন্তু তারা কোন রকম কোন কথা শুনছে না এবার আমরা দরকার হলে কামারহাটি সি ই এস সি অফিস গেটে তালা মেরে দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 11 =