নানুরে পরপর চারটি মন্দির ও একটি দোকানে চুরির।
ঘটনাটি নানুর থানার অন্তর্গত চারকল গ্রামের।চারকল গ্রামের একটি রাধামাধব মন্দির,দুটি শিব মন্দির ও একটি খ্যাপা মা মন্দির সহ একটি দোকানে চুরি হয় সোমবার গভীর রাতে। রাধামাধব মন্দিরে ৮ ভরি সোনার গহনা সহ অন্যান্য কাঁসার বাসনপত্র চুরি হয়। পাশাপাশি দোকানে ক্যাশ বাক্স চুরি করে দুষ্কৃতীরা। অন্যদিকে খ্যাপা কালী মন্দিরে ২৭ ভরি রুপো ও ১০ আনা সোনা চুরি হয়।অন্যদিকে শিব মন্দিরগুলি থেকে তিনটে সোনার বেলপাতা,তিনটে সোনার পৈতে,একটা সোনার ডুগডুগি চুরি হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নানুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
