নান্না হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা ।
ভ্যাক্সিন পরিষেবা নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে অসন্তোষ।বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে পৌরসভাগুলিতে লাইনে দাঁড়িয়েও সাধারণ মানুষ পাচ্ছেন না ভ্যাকসিন।ফলত তারা বিক্ষোভের পথে হাঁটছেন।এবার ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার জেঠিয়া রেড ভলেনটিয়ার্স ,এস এফ আই এবং ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে হালিশহর নান্না হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।মূলত ৩ দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয় তারা।তাদের দাবিগুলি ছিল-
১.সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে ,ভ্যাকসিনের কোনো রাজনৈতিক রং দেখা চলবে না ।
২.৬০ ঊর্ধ্ব সকলকে বাড়িতে গিয়ে ভ্যাক্সিনেশনের ব্যবস্থা করতে হবে ।
৩.গ্রামে গ্রামে ভ্যাকসিনের ক্যাম্প পুনরায় চালু করতে হবে।