নাবালিকাকে যৌন নির্যাতন সহ ধর্ষণের চেষ্টার ঘটনায় ধৃত শেখ আব্দুল রাহিম অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়

নাবালিকাকে যৌন নির্যাতন সহ ধর্ষণের চেষ্টার ঘটনায় ধৃত শেখ আব্দুল রাহিম অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়

দুর্গাপুরের কাঁকসা থানা এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতন সহ ধর্ষণের চেষ্টার ঘটনায় ধৃত শেখ আব্দুল রাহিম অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি ওই নাবালিকাকে ভয় দেখিয়ে প্রায়শই যৌন নির্যাতন চালাত। কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যাক্তি গত দুদিন আগে প্রতিবেশী এই ছয় বছরের শিশুকন্যাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করে। ওই নাবালিকাকে রীতিমত ভয় দেখানো হয়। ভয়ের চোটে ওই নাবালিকা বাড়িতে কিছু না বললেও তার শারীরিক অসুস্থতার কারণে ওই নাবালিকার পরিবার শুক্রবার তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকের সামনে সমস্ত বিষয় বলে। চিকিৎসকেরা ওই নাবালিকার পরিবারকে ধর্ষণের ঘটনার কথা জানায়। এর পরই ওই নাবালিকার পরিবার কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কাঁকসা থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়।
যদিও অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ অস্বীকার করেছে। অন্যদিকে ওই নির্যাতিতা শিশুকন্যার মাকে এলাকায় দুশ্চরিত্রা বলে প্রচার করে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে কাঁকসা থানা অভিযোগ করেন মেয়েটির মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 2 =