নাবালিকা গৃহবধুকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, গ্রেফতার চার
নরেন্দ্রপুরঃ গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার জগদিপোঁতা এলাকায়। মৃতার নাম পিউ সাঁপুঁই বয়স ১৪। এই ঘটনায় স্বামী সহ শ্বশুর বাড়ির চার সদস্যকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। মৃতার বাবার অভিযোগ, ছয় মাস আগে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল মেয়ে। কিন্তু বিয়ের পর থেকেই নানা ভাবে স্বামী, শাশুড়ি সহ শ্বশুরবাড়ির সদস্যরা অত্যাচার করত পিউর উপর। একাধিকবার এ নিয়ে অশান্তিও হয়েছে। কিন্তু তবুও মেয়ের সুখের কথা ভেবে চুপ ছিলেন বাপের বাড়ির সদস্যরা। অবশেষে তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছে ঐ নাবালিকা গৃহবধূ। তবে তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পুলিশ নিশ্চিত যে মানসিক ও শারীরিক অত্যাচার করা হতো ঐ গৃহবধূর উপর। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে।