নারদা গ্রেফতারিকান্ড উত্তপ্ত বঙ্গ,সুন্দরবনে রাজ্যপালের কুশপুতুল দাহ।
সোমবার সাত সকালেই নারদাকান্ডে সিবিআই এর হাতে গ্রেফতার হয় ৪ বলিষ্ঠ নেতা।তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য।জায়গায় জায়গায় চলে বিক্ষোভ।বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার মামুদপুর এলাকায় মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ হিঙ্গলগঞ্জ বিধানসভার মাহমুদপুরের তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস ও তপন সরকার তাদের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা রাজ্যপালের কুশপুতুল দাহ করেন।সোমবারের ঘটনায় রাজ্যপালের সক্রিয় ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গায়।সোমবার দুই মন্ত্রী সহ বিধায়ককে গ্রেপ্তারের ভূমিকায় সোচ্চার হয়েছেন রাজ্যের শাসকদল সহ অন্যান্য রাজনৈতিক মহল।যেভাবে এই মহামারীর সময় রাজ্যপাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে মন্ত্রী বিধায়কদের গ্রেপ্তার করাচ্ছেন।রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,গ্রেপ্তার করতে গেলে অধ্যক্ষের সুপারিশ লাগে যা রাজ্যপাল নেননি।রাজ্যে অরাজকতা তৈরি করতে তিনি এই কাজ করছেন।পাশাপাশি আরোও বলেন,বর্তমান পরিস্থিতির কথা না ভেবে রাজ্যকে বিপদের মুখে ঠেলে দিয়ে সম্পূর্ণ রাজনৈতিক পরিকল্পনা করে এই কাজ করছেন।