নারদ মমলায় গ্রেফতার ফিরহাদ হাকিম।
করোনা মোকাবিলায় যখন রাজ্য জুড়ে লকডাউন চলছে, তখন নারদ মামলায় নতুন মোড় দেখা গেল।সোমবার সকাল হতে না হতেই ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেয় বিরাট কেন্দ্রীয় বাহিনী।গোটা বাড়িটা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।সকাল ৯টা নাগাদ রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই।সূত্রের খবর, রাজ্যপাল জগদীপ ধনকড়ের অনুমতি নিয়েই এই পদক্ষেপ নিয়েছে সিবিআই আধিকারিকরা।নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন চার বিধায়ক সুব্রত মুখার্জী,ফিরহাদ হাকিম,মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট পেশ করার অনুমতি দিয়েছেন রাজ্যপাল।ফিরহাদ হাকিমের পাশাপাশি এদিন মদন মিত্র এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাদেরও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।ফিরহাদ হাকিমকে গ্রেফতার করার পরই চেতলায় ফিরহাদের বাড়ির সামনেই বিক্ষোভ তৃণমূল কর্মীদের।গোটা ঘটনার পরই ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী।