নারায়ণগড়ে তৃণমূল মহিলা কর্মীদের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল।
কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে একের পর এক প্রতিবাদ মিছিল।সব জেলার পাশাপাশি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ৬ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এলাকার মহিলা কর্মীদের নিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে। মিছিলে পা মেলান শতাধিক মহিলা কর্মীরা। মিছিলটি নারায়ণগড় থানা গোড়া থেকে চাতরিভাড়া পর্যন্ত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শারিফ, যুব নেতা শেখ বাপি, মহিলা নেত্রী নমিতা মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।