নারায়ণগড়ে সংস্কৃতিক মেলার উদ্বোধন।

নারায়ণগড়ে সংস্কৃতিক মেলার উদ্বোধন।

বৈগা সমাজের সংস্কৃতি অনুযায়ী মকর সংক্রান্তির পরেই নতুন বছর বরণ অনুষ্ঠান পালন করা হয়।সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে ধর্ম,সমাজ ও সংস্কৃতির মেল বন্ধন গড়বার লক্ষ‍্যে বুধবার লইতন বছর বরণ মেলার উদ্বোধন হল।আদিবাসী বৈগা সমাজের উদ্যোগে নারায়ণগড় ব্লকের পড়িয়াচকে শুরু ছতে চলেছে এই মেলা।মেলার উদ্বোধন করেন আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ভদ্র হেমরম।এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক,নারায়ণগড় ব্লকের বিশিষ্ট ব্যক্তিত্ব মিহির চন্দ,তপন উত্থাসিনি,উৎপল মহাপাত্র সহ প্রমুখ।নারায়ণগড়ের পড়িয়াচকে মেলার পাশাপাশি নাচগানের আয়োজনও করা হয়।অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈগা সমাজ তাদের জাতিগত শংসাপত্রের দাবি জানায়।বহু পুরানো এই আদিবাসী সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র নেই।প্রশাসনের কাছে বারবার আবেদন করেও তারা এই শংসাপত্র পাননি‌।তাই এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 1 =