নারায়ণ দেবনাথের বাড়িতে রাজ্যপাল।
প্রখ্যাত কার্টুনিস্ট নন্টে ফন্টে, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথের বাড়িতে এসে তাঁর খোঁজখবর নিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর।শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ হাওড়ার শিবপুরে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের বাড়িতে আসেন রাজ্যপাল। তিনি মিনিট দশেক সেখানে ছিলেন। নারায়ণ দেবনাথের শরীর স্বাস্থ্যের ব্যাপারে রাজ্যপাল খোঁজখবর নেন। নারায়ণ দেবনাথ এই মুহূর্তে বার্ধক্যজনিত কারণে অসুস্থ। তিনি ২০২১এ ভারত সরকারের পদ্মশ্রী খেতাবেও ভূষিত। এদিন নারায়ণ দেবনাথের খোঁজখবর নিতেই রাজ্যপাল সেখানে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
