নারী সুরক্ষায় অভিনব উদ্যোগ মহিলাদের নিরাপত্তায় বসিরহাট উইনার্স বাহিনী

নারী নিরাপত্তা বাড়াতে বিশেষ উদ্যোগ বসিরহাট জেলা পুলিশের তৈরি হলো ১৩ জনের মহিলা পুলিশের একটি দল নারী সুরক্ষা নিশ্চিত করতে ,বসিরহাট শহরে বিভিন্ন এলাকায় বাইকে নজরদারি চালাবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী। পরনে কালো পোশাক চোখে সানগ্লাস, মাথায় হেলমেট মহিলাদের হেনস্থা রুখতে রাস্তায় নামলো মহিলাদের বিশেষ পুলিশ ফোর্স। স্কুল-কলেজ পার্ক জনবহুল এলাকায় ইভটিজিং শ্রীলতাহানি রুখতে প্রস্তুত উইনার্স বাহিনী। এই বাহিনীর সদস্য রোজিনা খাতুন বলেন, মহিলারা মাঝেমধ্যেই ইভটিজিং শিকার হন আমরা খবর পেলে পৌঁছে যাব ।বিভিন্ন জায়গায় থেকে ফোন কল আসল। ইতিমধ্যে বসিরহাট শহরের টহল শুরু হয়েছে এমনকি জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবে। কেউ যাতে বুঝতে না পারে। এবং সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সরাসরি হাতেনাতে পাকড়াও করবে। এদের প্রত্যেকের হাতে কি গ্রুপ সেলফোন রয়েছে। দ্রুত এক জায়গায় নাকা বন্দি করে নেবে পুলিশ সূত্রের খবর প্রায় প্রতিদিনই বসিরহাট জেলা পুলিশের কাছে ইভটিজিং মহিলা নাস্তা একের পর এক অভিযোগ জমা পড়ে তাই বসে আর জেলা পুলিশের উদ্যোগে মহিলা পুলিশদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে উইনার্স বাহিনী তৈরি হলো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + eighteen =