নার্সারির পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ গ্রেপ্তার ১৯ বছর বয়সী কিশোর
যৌন্য নির্যাতনের শিকার শিশু কন্যা। অভিযুক্ত উনিষ বছরের নাবালকের বিরুদ্ধ। কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের ঘটিয়ার এলাকায় ।অভিযুক্ত শুখেন দাস। ঘটনায় পক্সো আইনের মামলা রুজু কররেছে পুলিশ। গ্রেপ্তার নাবালক। অভিযোগ গত শুক্রবার নার্সারিতে পড়া শিশু কন্যা বাড়িতে একাছিল, মা দোকানে বাবা ধানকলে কাজে যায়। তখনি তাকে একা পেয়ে গোপনাঙ্কে যৌন্য নির্যাতন করে । ঘটনার কথা কাওকে জানালে মারধরের হুমকি দেয় শিশু কন্যাকে । রবিবার গোপনাঙ্গে যন্ত্রনা হওয়াতে বাড়ির লোকের কাছে বলে । পরে পরিবার অভিযোগ করলে গ্রেপ্তার হয় নাবালক। পক্সো আইনের মামলা রুজু হয়েছে । আজ কাকদ্বীপ দেওয়ানি ও ফৌজদারি আদালতে তোলা হবে অভিযুক্তকে। আবারো নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন।