ক্রেতা সেজে হানা দিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার চিকিৎসার মেশিন ও মেশিন সরঞ্জাম উদ্ধার করলো উলুবেড়িয়া থানার পুলিশ। উলুবেড়িয়ার বাজারপাড়ার ঘটনা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার একটি নামী বেসরকারী হাসপাতাল থেকে প্রায় ১৪ টি ICU মেশিনের ও তার সরঞ্জাম চুরি গিয়েছিল। সুত্রের খবর, খোয়া যাওয়া মেশিনের বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। আজ গোপন সুত্রে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ক্রেতা সেজে উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় একটি ফ্লাটে হানা দিয়ে দুজন যুবকে গ্রেপ্তার করে ও ICU মেশিন সহ সরঞ্জাম উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পড়ে ওই বেসরকারী নাসিংহোম থেকে আরও এক যুবকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, এই তিন যুবকের ২জন আগে এই হাসপাতালে কর্মরত ছিল এবং ১ জন বর্তমানে ওই নাসিংহোমে কর্মরত ছিলেন। কিভাবে বহুমূল্যের চিকিৎসক সরঞ্জাম নাসিংহোমে থেকে বের করলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আর ও কেউ যুক্ত আছে কি তাও খতিয়ে দেখছে পুলিশ।