লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল ইউথ স্কিল একাডেমির বিরুদ্ধে। জানা যাচ্ছে ২০২১ সাল থেকে এই একাডেমীতে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে ছাত্র-ছাত্রীরা নার্সিং কোর্সে ভর্তি হয়।তাদের চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।তারা জানাচ্ছে ,যে কর্তৃপক্ষ আছে তারা ভর্তির সময় একটা মোটা অংকের টাকা জমা নেয় এবং বাদবাকি যে টাকা সেই টাকা তারা মাসে মাসে পরিশোধ করতে বলে।ফেসবুকে তাদের একটি সাইট আছে।সেই সাইটে তারা ট্রেনিং সংক্রান্ত বিষয়গুলি দিয়ে বিজ্ঞাপন চালায় এবং সেই বিজ্ঞাপন মারফত দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা মোটা টাকার প্রশিক্ষণ নিতে আসে।তাদেরকে কোন জায়গায় কোনরকম কাজে সুযোগ করে দেওয়া হয় না বলে অভিযোগ।এখানে প্রশিক্ষণ প্রার্থীদের দাবি, অবিলম্বে এই সংস্থাকে বন্ধ করতে হবে এবং কষ্ট করে যেসব পরিবারগুলি মোটা অংকের টাকা দিয়েছে সেগুলি ফেরত দিতে হবে। ঘটনাস্থলে উপস্থিত হয় বহরমপুর থানার পুলিশ।
Home Uncategorized