নিউটাউনে একের পর এক ছিনতাই এর ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী।
পুলিশ সূত্রে খবর,হারোয়ার বাসিন্দা ধৃত দুজন রাকিবুল ইসলাম ও ইয়ামিন মোল্লা গত ১৪/৮ তারিখে নিউটাউন ডিসি ব্লকে একটি সোনার চেন ছিনতাই করে। এর পর ২৮/৭ তারিখে আরো একটি ছিনতাই করে ডিএফ ব্লকে। এছাড়াও আরো কয়েকটি ছিনতাই করে। মূলতো এই দুজন বন্ধু প্রতিবার আলাদা বাইক নিয়ে আসে ছিনতাই করতে যাতে পুলিশ এর চোখে ধুলো দেওয়া যায়। পুলিশ যাতে এইডেন্টিফাই না করতে পারে। কখনো আবার বাইকের নাম্বার প্লেট খুলে নিয়ে আসে। ঠিক সেই মত গতকাল একটি স্পেলেন্ডার বাইক নিয়ে আসে ছিনতাই করতে দুপুর বেলায়। সেই সময় নিউটাউন থানার পুলিশ বাইক নিয়ে টহল দিচ্ছিলো। পুলিশের সন্দেহ হওয়াতে তাঁদের কাছে যেতেই তারা বাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। পুলিশ বাইক নিয়ে তাঁদের ধাওয়া করে লোহাপুলের কাছে চলন্ত বাইক থেকে নেমে তাঁদের বাইকটি আটকে দেয়। এর পর জিজ্ঞাসাবাদে তারা তাঁদের দোষ স্বীকার করে। এর পর তাঁদের গ্রেফতার করে। আজ ধৃতদের বারাসাত কোর্ট এ তোলা হবে। এবং নিজেদের হেফাজতে নিয়ে ছিনতাই হওয়া সামগ্রী ও ছিনতাই এ ব্যবহার করা বাইক গুলি উদ্ধার করবে বলে পুলিশ সূত্রে খবর।