নিউটাউনে খুন বাংলাদেশের সাংসদ, নিউটাউনের অভিজাত আবাসন থেকে উদ্ধার হয়েছে সাংসদ আনোয়ারুল আজিমের মৃতদেহ। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হল সংসদের মৃত দেহ। মৃত্যুর কারণে দানা বাঁধছে রহস্য। পুলিশ সূত্রে খবর, ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ। আনোয়ারুল আজিম বাংলাদেশের শাসকদল আওয়ামিলিগের সদস্য ছিলেন বলেই জানা গিয়েছে। তবে ইতিমধ্যে নিউটাউন থানার পুলিশ এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমে গ্রেফতার করেছে ২ জনকে। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ।

ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের রাজনৈতিক মহলে। চিকিৎসা করাতে গত ১২ মে কলকাতা এসেছিলেন ওই সাংসদ। জানা যাচ্ছে ১৪ মে থেকে ফোন সুইচ অফ ছিল, পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবারের তরফে যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ। তদন্তে নেমে একাধিক জনকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =